৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দেশে তীব্র শীতের পূর্বাভাস, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন শীত মৌসুমে দেশজুড়ে তীব্র ঠাণ্ডার প্রভাব পড়তে পারে বলে মৌসুমি পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকালীন তিন মাসে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ আঘাত হানতে পারে, যেখানে তাপমাত্রা সর্বনিম্ন ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ৩ থেকে ৮টি মৃদু (৮–১০°C) থেকে মাঝারি (৬–৮°C) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার কিছু কিছু তীব্র আকার ধারণ করে ৪–৬ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনতে পারে তাপমাত্রা।

শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদ-নদীর অববাহিকা ও আশপাশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে; দেশের অন্যান্য এলাকায়ও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।

ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ফেব্রুয়ারির শেষার্ধে দেশের কিছু এলাকায় ১–২ দিন শিলাবৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top