মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলায় সরকারি মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে বিসিসিআই অনুমোদিত ডিলার আর.বি এন্টারপ্রাইজের গুদামে বৃহস্পতিবার ভোরে হামলা চালিয়ে বিপুল পরিমাণ সার লুটের ঘটনা ঘটেছে। ঘটনা ঘটে গোমনাতি ইউনিয়নের আমবাড়ি বাজার এলাকায়।
স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে ডিলাররা সরকারি মূল্যের বেশি টাকা নিচ্ছিল। ভোগান্তিতে ক্ষুব্ধ কৃষকরা গুদামে ভাঙচুর চালিয়ে ইউরিয়া ৬২০, ডিএপি ৩৮০, পটাশ ১৪২ ও টিএসপি ৭৩ বস্তা সার লুট করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী ও উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রফিকুল ইসলাম জানান, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লুট হওয়া সার উদ্ধারের বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।” ইউএনও শায়লা সাঈদ তন্বী বলেন, “অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে খুচরা সার ব্যবসায়ী মধু মিয়া বলেন, “বাইরের জেলা থেকে সরবরাহে বাধা থাকায় বাজারে সংকট তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় সার আটকে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক রয়েছে।”
ডাইলপট্টি এলাকার আরেক খুচরা ব্যবসায়ী উল্লেখ করেন, “কৃষক কম দামে সার নিতে চায়, কিন্তু সরবরাহ সীমিত। আমরা বাইরের জেলা থেকে বেশি দামে সার আনতে বাধ্য, বস্তায় সর্বোচ্চ ২০–৫০ টাকা লাভ হয়, তবু দোষারোপ করা হচ্ছে।”
কৃষি কর্মকর্তারা জানান, “কৃষক যাতে সময়মতো সার পান, তা নিশ্চিত করতে বাজার পর্যবেক্ষণ ও সরবরাহ চেইন সুসংহত করা হচ্ছে। কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।