৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ প্রেসক্লাব, কমলগঞ্জ উপজেলা শাখার ৪র্থ বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

সৈয়দ শিহাব উদ্দিন মিজান, সিলেট প্রতিনিধি:

বাংলাদেশ প্রেসক্লাব, কমলগঞ্জ উপজেলা শাখার ৪র্থ বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কমলগঞ্জের উপজেলা চৌমুহনী ভানগাছ রোডে বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার অস্থায়ী কার্যালয় উদ্বোধন ও ৪র্থ বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জের সদস্য সৈয়দ এবাদুল হোসেন জেমসের সঞ্চালনায় এবং সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মহসিন মিয়া মধু।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগ ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম এ রোমান আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—

• এডভোকেট আব্দুর রব, বাংলাদেশ জামায়াতে ইসলামের সিলেট মহানগরীসহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত মৌলভীবাজার-৪ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী

• আনোয়ার হোসেন বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি কমলগঞ্জ এবং উপদেষ্টা, বাংলাদেশ প্রেস ক্লাব কমলগঞ্জ

• সৈয়দ জামাল হোসেন, সাবেক কাউন্সিলর ২ নং ওয়ার্ড কমলগঞ্জ পৌরসভা ও উপদেষ্টা, বাংলাদেশ প্রেস ক্লাব কমলগঞ্জ

• মামুনুর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি, পৌর বণিক সমিতি কমলগঞ্জ ও উপদেষ্টা, বাংলাদেশ প্রেস ক্লাব কমলগঞ্জ

• ছাত্র প্রতিনিধি ভূইয়া রাজন রেজা প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম পর্বে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় পর্বে নতুন অফিসের উদ্বোধন করা হয়।

সম্মেলনের শেষ অংশে বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ শাখার সকল সদস্যের সর্বসম্মত সমর্থনে মো. আব্দুস সালামকে সভাপতি ও সৈয়দ এবাদুল হোসেন জেমসকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করে ৩৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি এম

এ রোমান আহমেদ

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top