৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

নিজস্ব প্রতিনিধি:

জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ–ওপিঠ বলে মন্তব্য করায় এক আইনজীবী রিদওয়ান হোসেন রবিন রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ মামলা দায়ের করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযোগ করা হয়, মুসলিম জনগোষ্ঠীর রোজার আধ্যাত্মিকতার সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের পূজার আচারকে তুলনা করে শিশির মনির সচেতনভাবেই ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন এবং রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছেন।

DSN নামের একটি ইউটিউব চ্যানেলে তার বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অভিযোগে বলা হয়, তার উক্তি দেশের মুসলিম জনগণের ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনে সাম্প্রদায়িক উদ্বেগ ও বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top