৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন পিছিয়ে গেলে দেশ গভীর সংকটে পড়বে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে আট দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি আরও জানান, জামায়াত ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না; বরং যারা নির্বাচনের সময় তসবিহ হাতে মাঠে নামেন, তারাই ধর্মকে রাজনৈতিক ব্যবসার হাতিয়ার বানান।

ক্ষমতায় এলে ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে তিনি বলেন, দুর্নীতি বরদাশত না করা এবং সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হবে নতুন সরকারের মূল নীতি।

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরির সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তি সুস্থতার বিষয়টি আল্লাহর হাতে—এর সঙ্গে রাষ্ট্রযন্ত্রের চলাচল থেমে যাওয়ার কথা নয়।

একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন নিয়ে ইউরোপীয় দূতরা শঙ্কা প্রকাশ করেছেন উল্লেখ করে শফিকুর রহমান জানান, পৃথক দিনে ভোট আয়োজন করাই উত্তম।

ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনে কোনো বিলম্ব হলে দেশ বড় সংকটে পড়বে; তাই জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দল কে একসঙ্গে কাজ করতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top