৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিএনপি প্রতিশোধের রাজনীতি করেনা-আব্দুল মহিত তালুকদার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি :

“বিএনপি প্রতিশোধের রাজনীতি করেনা, সকল মতভেদের, সকল ধর্মের, সকল শ্রেণি পেশার মানুষদের সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে নতুন করে গড়তে চায়। তিনি আরো বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে আর আমাকে আদমদীঘি-দুপচাঁচিয়া বাসী তাদের সেবা করার সুযোগ দিলে শিক্ষাসহ এলাকার যাবতীয় উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে অবস্থিত পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের সাথে মত বিনিময় কালে শুভেচ্ছা বক্তব্যে কথা গুলো বলেন আব্দুল মহিত তালুকদার।

আজ (৮ ডিসেম্বর) সোমবার বেলা এগারো ঘটিকার সময় বগুড়া জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদমদীঘি পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কর্মচারীদের সাথে মত বিনিময় করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি এবং ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। আদমদীঘি পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস ছালাম তালুকদারের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক অনিত চন্দ্র পালেরের সঞ্চালনায় মত বিনিময় সভায় আদমদীঘি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি কামরুল ইসলাম মধু, জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, ছাতিয়ান গ্রাম ইউনিয়নের সাবেক মেম্বার আবু কালাম আজাদ, বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক আকন্দ এবং অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও বিএনপি নেতা গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

মত বিনিময় শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, জিয়া পরিবারসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top