৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ওবায়দুল কাদেরসহ সাবেক ১৩ সচিবের বিরুদ্ধে মামলার অনুমোদন দিল দুদক

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্দেশ্যে অধিগ্রহণ করা জমিতে নিজেদের নামে ফ্ল্যাট বরাদ্দ নিয়ে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাবেক ১৩ সচিবের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম খবরটি নিশ্চিত করেন। দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ এনে মামলার অনুমোদন দিয়েছে কমিশন।

অভিযোগে বলা হয়েছে, সেতু কর্তৃপক্ষ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা ৪০ একর জমি ক্ষতিগ্রস্তদের আবাসন নির্মাণের বদলে নিয়মবহির্ভূতভাবে সরকারি কর্মকর্তাদের জন্য ৯৯ বছরের লিজে ফ্ল্যাট নির্মাণে ব্যবহার করেছে, যা আইনসম্মত নয় এবং ভূমি মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ছাড়াই করা হয়েছে।

দুদকের দাবি, এই প্রকল্প গ্রহণের ক্ষমতা সেতু কর্তৃপক্ষের নেই এবং সম্পূর্ণভাবে ব্যক্তিস্বার্থে ক্ষমতার অপব্যবহার করে অভিযুক্তরা এ সুবিধা নিয়েছেন। মামলার আসামিদের মধ্যে আছেন সাবেক সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, নজরুল ইসলাম, মোস্তফা কামাল উদ্দীন, ড. আহমদ কায়কাউসসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের আরও ১২ জন কর্মকর্তা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top