৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রামগতিতে জেএসডির নির্বাচনী জনসভায় যেতে পথে হামলা, গুলিবিদ্ধসহ আহত ১৫ ভাঙচুর ১৬টি বাস-মাইক্রোবাস: পাল্টাপাল্টি দায় চাপাল জেএসডি ও বিএনপি

মোঃ রাকিব হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর নির্বাচনী জনসভায় অংশ নিতে আসার পথে দলটির নেতা-কর্মীদের ওপর একাধিক স্থানে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছে জেএসডি। এ ছাড়া হামলার সময় অন্তত ১৬টি বাস ও মাইক্রোবাস ভাঙচুর করা হয়।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার রামদয়াল বাজার, আজাদনগর, রামগতি বাজারসহ বিভিন্ন এলাকায় এসব হামলার ঘটনা ঘটে।

জেএসডির দাবি অনুযায়ী, হামলায় আব্দুল মান্নান নামের একজন গুলিবিদ্ধ হন। পরে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের মধ্যে চরপোড়াগাছা ইউনিয়ন জেএসডি ছাত্রলীগ নেতা মো. ফয়সাল, ইবনে হাছান মোহন, চররমিজ ইউনিয়নের হাসানসহ আরও অন্তত ১৪ জন রয়েছেন।

জানা গেছে, লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনে সংসদ সদস্য প্রার্থী হতে চান জেএসডির সহসভাপতি তানিয়া রব। তিনি জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের স্ত্রী। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজ বিকেলে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে জনসভার আয়োজন করে জেএসডি। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তানিয়া রব। সভায় যোগ দিতে আসার সময় পথে পথে নেতা-কর্মীদের বহনকারী যানবাহনে হামলা চালানো হয়।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তানিয়া রব হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, একই আসনে বিএনপির পক্ষ থেকেও সংসদ সদস্য প্রার্থী হতে চান আশরাফ উদ্দিন নিজান। যদিও এখনো দলীয়ভাবে প্রার্থী ঘোষণা হয়নি। তবে এ নিয়ে গত কয়েক দিন ধরে দুই দলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

জেএসডির রামগতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু অভিযোগ করে বলেন, বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ বি এম আশরাফ উদ্দিন নিজানের অনুসারীরা পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছেন।

অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের কোনো নেতা-কর্মী জেএসডির লোকজনের ওপর হামলা করেননি। বরং তানিয়া রবের সহযোগী শরাফ উদ্দীন আজাদ সোহেলের নেতৃত্বে চরের সন্ত্রাসীরা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।”

এ বিষয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক বলেন, দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে গুলির কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top