১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তানোরে ৮ ইঞ্চি গর্তে পড়ে ৩৫ ফুট নিচে পড়ে গেছে দুই বছরের শিশু, চলছে উদ্ধার অভিযান

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলায় মাত্র ৮ ইঞ্চি ব্যাসার্ধের সরু একটি গর্ত দিয়ে মাটির প্রায় ৩৫ ফুট গভীরে পড়ে গেছে দুই বছরের শিশু সাজিদ। বুধবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ উৎকণ্ঠার মধ্যে অপেক্ষা করছেন। শিশু সাজিদের বাবা রাকিবুল ইসলাম কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, এক বছর আগে জমির মালিক কছির উদ্দিন সেচের জন্য সেমিডিপ নলকূপ বসাতে গিয়ে ৩৫ ফুট পর্যন্ত বোরিং করেন। কিন্তু পানি না পাওয়ায় নলকূপ স্থাপন না করে গর্তটি সেভাবেই ফেলে রাখা হয়। দীর্ঘদিন ধরে খোলা থাকা ওই ৮ ইঞ্চি ব্যাসার্ধের গর্তেই পড়ে যায় শিশু সাজিদ।

ঘটনার সময় সাজিদের মা মাঠে ধানগাছের খড় সংগ্রহ করছিলেন। খেলতে খেলতে সাজিদ হঠাৎ গর্তে পড়ে যায়। স্থানীয়রা প্রথমে উদ্ধার চেষ্টা করেও ব্যর্থ হন এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেন। তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট এসে উদ্ধার কাজ শুরু করে। শিশুটিকে জীবিত রাখতে গর্তে পাইপের মাধ্যমে অক্সিজেন পাঠানো হচ্ছে। গর্তের পাশে এক্সকেভেটর দিয়ে খননও চলছে।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, স্থানীয়রা উদ্ধার চেষ্টার সময় কিছু মাটি গর্তে পড়ে গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে। ক্যামেরা পাঠিয়ে শিশুটির অবস্থান নির্ণয়ের চেষ্টা করা হলেও আশপাশের মানুষের কোলাহলে স্পষ্ট সাড়া পাওয়া যাচ্ছে না। তিনি জানান, শিশুটিকে জীবিত উদ্ধারে অক্সিজেন সরবরাহ ও খননকাজ চলছে, এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে আরও তিন থেকে চার ঘণ্টা লাগতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top