১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ, দীঘিনালা শাখা। বুধবার (আজ) উপজেলার বাবুছড়া, কবাখালি ও সদর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পথসভা ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের জামায়াতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মিনহাজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আক্কাস আলী, উপজেলা বায়তুল মালের সভাপতি মাওলানা জহিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মী।

কর্মসূচির অংশ হিসেবে শতাধিক মোটরসাইকেলের একটি বিশাল শোভাযাত্রা বাবুছড়া, কবাখালি ও দীঘিনালা সদর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পথসভায় অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী বলেন,
গত ৫৩ বছরে আপনারা বহু দলের শাসন দেখেছেন। এবার আমাদের একটি সুযোগ দিন। ইনশাআল্লাহ ক্ষমতায় গেলে দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ—এসব বন্ধ হবে। রাষ্ট্রের একটি টাকাও অপচয় হবে না। সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, “জামায়াতকে একবার সুযোগ দিলে আমরা ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবো।

পথসভায় জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান বলেন,
“স্বাধীনতার ৫৪ বছর পরও জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারেনি কোনো রাজনৈতিক দল। এবার সারাদেশে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ জামায়াত ক্ষমতায় গেলে বৈষম্যহীন ও ন্যায়নীতির বাংলাদেশ গড়ে তুলবে।”

তিনি আরও বলেন,
“জামায়াত ক্ষমতায় গেলে টাকা দিয়ে চাকরি নিতে হবে না, ব্যবসা করতে চাঁদা দিতে হবে না।” দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ন্যায়নির্ভর রাষ্ট্র গঠনে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top