মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:
আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করে ময়মনসিংহের নান্দাইলে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।
‘নান্দাইলে অবৈধ মনোনয়ন মানি না, মানবো না’ স্লোগানে বুধবার সন্ধ্যার পর উপজেলা সদরে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা নাসের খান চৌধুরীর অনুসারী ও বিক্ষুব্ধ নেতাকর্মীরা এই কর্মসূচির আয়োজন করেন।
মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিলটি নান্দাইল উপজেলা সদরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভে অংশ নেওয়া নাসের খান চৌধুরীর অনুসারীরা অভিযোগ করে বলেন, “দলের চরম দুর্দিনে এবং বিগত দিনের আন্দোলন-সংগ্রামে যেসমস্ত নেতাকর্মী রাজপথে সক্রিয় ছিলেন, তাদের মূল্যায়ন করা হয়নি।
ত্যাগী নেতাদের বাদ দিয়ে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তা তৃণমূলের কর্মীরা মেনে নেবে না।” বক্তারা অবিলম্বে ঘোষিত সম্ভাব্য মনোনয়ন বাতিল করার দাবি জানান। দলের স্বার্থ বিবেচনায় ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতার হাতে দলীয় মনোনয়ন তুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোর আহ্বান জানান তারা। উক্ত মশাল মিছিলে বিএনপি সমর্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করে।