গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সল্লা বাজারে বিশাল মশাল মিছিল, বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মশাল মিছিলটি সল্লা বাজার থেকে শুরু হয়ে যমুনা রোড প্রদক্ষিণ করে পুনরায় সল্লা বাজারে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটোর পক্ষে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে ত্যাগী ও জনপ্রিয় নেতা বেনজীর আহমেদ টিটোকে পুনরায় মনোনয়ন দিতে হবে। কর্মসূচিতে অংশ নেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম আল প্রামানিক, প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম খানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিক বলেন, বেনজীর আহমেদ টিটো দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দলের জন্য কাজ করে যাচ্ছেন। তাঁর যোগ্যতা, ত্যাগ ও জনপ্রিয়তার কথা বিবেচনায় এনে তাকে মনোনয়ন দেওয়া সময়ের দাবি। নেতাকর্মীরা দ্রুত মনোনয়ন পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় নেতৃত্বর প্রতি আহ্বান জানান।