মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী (মহিলা শাখা) এক সুশৃঙ্খল ও প্রাণবন্ত মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় দীঘিনালা মাল্টিপারপাস কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেত্রী–কর্মীরা ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখর পরিবেশ সৃষ্টি করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা ২৯৮ নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। তিনি বলেন,
দেশের চলমান সংকট নিরসন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে দাঁড়িপাল্লা প্রতীক আজ সবচেয়ে গ্রহণযোগ্য শক্তি। জনগণ আবারও ন্যায় ও ন্যায্যতার পক্ষে রায় দিতে প্রস্তুত। এই মুহূর্তে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, নারীরা সমাজ, পরিবার ও রাষ্ট্র গঠনের অন্যতম চালিকাশক্তি। তাই আগামী নির্বাচনে সুশাসন ও উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’র সভাপতি মাওলানা হেলাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক আক্কাস আলী। বক্তারা বলেন,
দীঘিনালার সাধারণ মানুষ উন্নয়ন, শান্তি ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীককে আবারও জাতীয় সংসদে দেখতে আগ্রহী। জনগণের এই প্রত্যাশাকে সম্মান জানাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে উপজেলা মহিলা শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ নারী ভোটারদের সচেতন করার পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, নৈতিক সমাজ গঠনে নারীদের শিক্ষা, সচেতনতা ও নেতৃত্ব অত্যন্ত জরুরি।
সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।