জাকির হোসেন হাওলাদার, দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে দুমকির লেবুখালী ইউনিয়নের নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে লেবুখালী এলাকায় গণসংযোগ শেষে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ সভা হয়।মতবিনিময় সভায় আলতাফ হোসেন চৌধুরী বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, পবিপ্রবি কৃষি অনুষদের চেয়ারম্যান ড. দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক মো. খালিল জোমাদ্দার।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মুসা ফরাজি, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক লাল মিয়া, আহসান ফারুক, সাখাওয়াত মো. সোহেল, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো.খলিল আকন, কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুমন শরিফ,’ যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, অভি, নুরজামালসহ দলীয় কর্মীরা।মতবিনিময় সভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে মাঠে থাকার সংকল্প ব্যক্ত করেন।