১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মনোহরদীর কাচিকাটায় ঘরোয়া মতবিনিময় ও গণসংযোগ—জাহাঙ্গীর আলমে আস্থা জানালেন এলাকাবাসী

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

আজ ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) নরসিংদী জেলা মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের ১নং ওয়ার্ড মির্জাপুর এলাকায় জনতার সঙ্গে গণসংযোগ করেন নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম। এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময়, ঘরোয়া মতবিনিময় এবং স্থানীয় উন্নয়ন নিয়ে আলোচনা করতে তিনি সকাল থেকেই মাঠে-ময়দানে সক্রিয় থাকেন।

গণসংযোগ কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কাচিকাটা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, সেক্রেটারি মোঃ আতিকুর রহমান ফাহিমসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সরেজমিনে দেখা যায়—জনতার সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে স্থানীয় এক কৃষকের ধানখেতে নেমে পড়েন জননেতা জাহাঙ্গীর আলম। কৃষকের সুখ-দুঃখ, উৎপাদন খরচ, বাজার পরিস্থিতি ও সরকারের নীতিগত বৈষম্য নিয়ে তিনি কাছ থেকে শোনেন এবং কৃষকদের পক্ষে তাঁর সুস্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করেন।

মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, এই দেশের মাটি-মানুষই আমার শক্তি। কৃষককে বাঁচাতে না পারলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে না। ইনশাআল্লাহ ক্ষমতায় আসতে পারলে কৃষকবান্ধব ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।

গণসংযোগ চলাকালে উপস্থিত জনতা উচ্ছ্বসিতভাবে তাঁকে স্বাগত জানান। নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতায় তিনি ন্যায়, উন্নয়ন ও গণঅধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top