আঃ রহিম, কাঠালিয়া প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় কাঠালিয়া উপজেলার কচুয়ায় রুবেল সমাজ কল্যান যুব ও ক্রীড়া সংঘের আয়োজনে নিজস্ব কার্যালয় প্রতিবছরের ন্যায় এ বছরও কম্বল বিতরন করা হয়।
শৌলজালিয়া ইউনিয়নের ১ হাজার নারী-পুরুষদের মাঝে এ কম্বল বিতরন করা হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি -১ রাজাপুর কাঠালিয়া আসনের বিএনপির দলীয় প্রার্থী মোঃ রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি হিসেবে দোয়া মোনাজাতে অংশ নেন। পরে প্রধান অতিথি শীতবস্ত কম্বল দুঃস্থদের হাতে তুলে দেন।
রুবেল সমাজ কল্যান যুব ও ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আতিকুর রহমান রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিবিকেপি কমিউনিটি হাসপাতালের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন এম এ খালেক, রুবেল সমাজ কল্যান ওযুব ও ক্রীড়া সংঘের উপদেষ্টা সালমান খান বিপ্লব।
এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান ও মোঃ ছিদ্দিকুর রহমানসহ প্রমূখ।