১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ওমসান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওমসান হাদীর ওপর সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে সমাবেশে পরিণত হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর সারাদেশে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার ৮ আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে রিকশাযোগে যাচ্ছিলেন স্বতন্ত্র প্রার্থী শরিফ ওমসান হাদী। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়াও, চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সাম্প্রতিক গণসংযোগকালে সন্ত্রাসী হামলার ঘটনারও তীব্র প্রতিবাদ জানানো হয় সমাবেশে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী, সাধারণ সম্পাদক এমএন আফসার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অ্যাডভোকেট মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনী প্রার্থীদের ওপর ধারাবাহিক হামলা গণতন্ত্র, ভোটাধিকার এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশের ওপর সরাসরি আঘাত। এই ধরনের সহিংসতা অব্যাহত থাকলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন,
“গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো স্থান নেই। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিএনপি জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংগ্রাম চালিয়ে যাবে।”

সমাবেশ শেষে নেতাকর্মীরা পুনরায় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার রক্ষার পক্ষে তাদের দৃঢ় অবস্থান তুলে ধরেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top