১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশাল-২ আসনে জামায়াত প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম, এম রহমান, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ (বানারীপাড়া–উজিরপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ মাস্টার আব্দুল মান্নান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (১৩ ডিসেম্বর) উজিরপুরে সাকুরা ফুড ভিলেজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আলহাজ মাস্টার আব্দুল মান্নান বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার নৈতিক উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন। জনগণের অধিকার আদায়ে সংসদে সোচ্চার থাকার অঙ্গীকারও করেন তিনি।

সভায় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রার্থীকে প্রশ্ন করেন। এ সময় চাঁদাবাজি, ভূমি দখল, প্রশাসনের জবাবদিহি, সংখ্যালঘু নিরাপত্তা ও সাংবাদিকদের স্বাধীনতা প্রসঙ্গে একাধিক প্রশ্ন উঠে আসে। প্রার্থী এসব বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখার আশ্বাস দেন ও সন্ত্রাস দুর্নীতি মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যায় ব্যাক্ত করেন।

মতবিনিময় সভায় উপজেলা আমীর আঃ খালেকের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মোঃ খোকন সরদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোশাররফ হোসেন, সদস্য সচিব এ্যাডভোকেট আজম খান, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক সাইয়েদ আহমেদ খান, জেলা মিডিয়া বিভাগের সভাপতি হাফেজ সাইফুল ইসলাম,জেলা ওলামা ও আন্তঃধর্ম বিষয়ক সভাপতি হাফেজ মাওলানা কাওসার হোসেন, পৌর আমীর মোঃ আল আমিন সরদার, বড়াকোঠা ইউনিয়ন আমীর আনোয়ার হোসেন সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা শাখার নেতৃবৃন্দসহ দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top