মোঃ নজরুল ইসলাম ,শেরপুর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শেরপুর জেলা বিএনপির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) শেরপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সদর থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলীসহ জেলা বিএনপির শীর্ষ ও তৃণমূল নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ অবিলম্বে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখার আহ্বান জানান।