১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ওসমান হাদির ওপর হামলা: তিনজনকে ধরিয়ে দেওয়ার আহ্বান ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমার

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তিনজনকে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার দুপুরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ওসমান হাদির একটি ছবি পোস্ট করে এই আহ্বান জানান। ছবিটিতে আরও কয়েকজনকে দেখা যায়, যাদের মধ্যে তিনজনকে তিনি আলাদাভাবে চিহ্নিত করে দিয়েছেন।

পোস্টের ক্যাপশনে জুমা লেখেন, “এই তিনজনকে যেকোনো মূল্যে ধরিয়ে দিন। বাংলাদেশের জনতা আপনারাই ইনকিলাব কর্মী, আপনারাই এই ভার হাতে নিন। প্রশাসন কোথায় আমাদের আপডেট দেবে, তা না করে উল্টো আমাদের কাছেই আপডেট চাইছে।” তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

এর আগে ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা দাবি করেন, যারা ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার নির্বাচনি প্রচারণা টিমে যোগ দিয়েছিল। তিনি জানান, একটি মোটরসাইকেলে করে আসা দুজনের মধ্যে একজন সরাসরি ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়।

ওসামার দাবি অনুযায়ী, ওই দুই ব্যক্তি প্রথমে কিছুদিন নিয়মিত প্রচারণায় যুক্ত ছিলেন, পরে কয়েকদিন তাদের আর দেখা যায়নি। সম্প্রতি আবার তারা প্রচারণার কাজে ফিরে আসে এবং ঘটনার দিনও উপস্থিত ছিল।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top