১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফ্যাসিবাদ ও দুঃশাসনের অবসান চায় জনগণ -মোস্তাফিজুর রহমান কাওসার

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদী-৩ (শিবপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসার বলেছেন, আমরা ইসলামী দলের সরকার দেখতে চাই। এই বাংলাদেশে আর ফ্যাসিবাদ, অপশাসন ও দুঃশাসন দেখতে চাই না। সাধারণ মানুষ আজ ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৫ বছর আমাদের ওপর দিয়ে একটি দুর্বিষহ সময় পার হয়েছে। আমার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানেও হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। তবুও ইসলামি আদর্শ থেকে আমাদের টলানো যায়নি। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দমন-পীড়নের মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার ও ভোটাধিকার হরণ করা হয়েছে।

মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসার আরও বলেন, কোরআনের আইন প্রতিষ্ঠার লক্ষ্যে আজ ইসলামপন্থী ৮টি দল ঐক্যবদ্ধ হয়েছে। এই ৮ দলীয় ঐক্যের মধ্যে শিবপুরে যাকে মনোনীত করা হবে, আমরা সকলে মিলে তাকেই বিজয়ী করার সর্বাত্মক চেষ্টা করবো—ইনশাআল্লাহ। তিনি দাবি করেন, এই ঐক্যের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ও অপপ্রচার চালাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। তিনি তার বক্তব্যে বলেন, ইসলামভিত্তিক রাজনীতি মানেই ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠা। জনগণ আজ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং ইসলামী শক্তির ঐক্যই সেই পরিবর্তনের পথ দেখাবে।

কর্মী সম্মেলনে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সম্মেলন থেকে সাংগঠনিক ঐক্য আরও সুসংহত করার পাশাপাশি আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top