মোঃ নাঈম ইসলাস, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
ঢাকা – ৮ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী, মোহাম্মদ শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ (১৩ ডিসেম্বর) রোজ শনিবার সন্ধ্যা ৬ ঘটিকায় গুরুদাসপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি চাঁচকৈড় বাজার রসুন হাট থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁচকৈড় বাজার স্মৃতিগেট এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ, আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা বিএনপি।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আলহাজ্ব মোঃ দুলাল সরকার, আহ্বায়ক, গুরুদাসপুর পৌর বিএনপি।
এছাড়াও উক্ত পথসভায় উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, সাবেক পৌর মেয়র ও সদস্য সচিব, গুরুদাসপুর উপজেলা বিএনপি, সুফি মোঃ আবু সাঈদ, সদস্য সচিব, গুরুদাসপুর পৌর বিএনপি, মোহাম্মদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি ও ১ নং সদস্য গুরুদাসপুর উপজেলা বিএনপি, এম সময় হাসান, আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা যুবদল, মোঃ আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা কৃষক দল, আরিফুল ইসলাম রবিউল, সদস্য সচিব, গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, হারুন সরদার, সদস্য, গুরুদাসপুর পৌর বিএনপি, বল্টু তালুকদার, সদস্য, গুরুদাসপুর উপজেলা বিএনপি, এমদাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর পৌর শ্রমিক দল, রবিউল করিম শাহ, সভাপতি, গুরুদাসপুর পৌর শ্রমিক দল, মোছাঃ রোকসানা আক্তার লিপি, সাবেক সাধারণ সম্পাদিকা ও সাবেক ভাইস চেয়ারম্যান, গুরুদাসোর উপজেলা পরিষদ, নাছিমা হক, সাধারণ সম্পাদক, গুরুদাসপুর উপজেলা মহিলা দল, মাসুদ রানা প্রামানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক, গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, আব্দুল আলিম প্রামানিক, আহবায়ক সদস্য ও সাবেক সহ-দপ্তর সম্পাদক, সরকারি বাঙলা কলেজ ছাত্রদল সহ গুরুদাসপুর উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন, মাসুদ রানা প্রামানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক, গুরুদাসপুর উপজেলা ছাত্রদল।
পথসভায় বক্তারা ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলায তীব্র নিন্দা জানান ও হামলাকারীকে দ্রুত আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।