১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা:

ঢাকায় জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর গুলিবর্ষণ করে হত্যাচেষ্টার প্রতিবাদে ঈশ্বরদীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাতে এ কর্মসূচি পালন করা হয়।

বক্তারা বলেন, ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা একটি নৃশংস ও কাপুরুষোচিত হামলা। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, একটি মহল নিজেরা অপরাধ করে বিএনপির নেতাকর্মীদের ওপর দায়ভার চাপাতে চেয়েছিল। কিন্তু মিডিয়ার ভাইদের অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শিতার কারণে ওদের গুড়ে বালি পড়েছে। হাদীর ওপর গুলিবর্ষণ কারীদের মুখোশ উন্মোচন হয়েছে। এরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে এ ধরনের পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করছি। অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুল ইসলাম স্বপন, শামসুজ্জোহা পিপপু, সাবেক সাংগঠনিক  সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌর তাঁতি দলের সভাপতি খন্দকার আমিরুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, টুটুল সরদার, ঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার মহিদুল ইসলাম বাবলু, ঈশ্বরদী শিল্প ও বনিক  সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হীরক সরদার, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top