১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া শহরের লতিফপুর মধ্যপাড়া এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার শিবেরিকুটি এলাকার মো. আ. রাজ্জাকের ছেলে মো. মোশারফ হোসেন (২৪) এবং বগুড়া সদরের আকাশতারা (সাবগ্রাম) এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মো. ইউনুছ মন্ডল (৩২)।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার লতিফপুর মধ্যপাড়া এলাকায় আলমগীরের মোড় থেকে আনুমানিক ৫০ মিটার পশ্চিমে, আইকন স্ট্যান্ডার্ড স্কুলের সামনে আধাপাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়।

ওই সময় আসামিদের ব্যবহৃত একটি পালসার এনএস ১৬০ সিসি মোটরসাইকেলে তল্লাশি করে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top