মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আলিফ সিদ্দিকী প্রান্তরকে আহ্বায়ক এবং বোরহান আহমেদকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
গত ১৫ ডিসেম্বর (সোমবার) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম এবং মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামের স্বাক্ষরিত প্যাডে নীলফামারী জেলা শাখার এই আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন একরামুল হক বিজয় এবং মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন রতন সরকার রত্ন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই কমিটির মাধ্যমে নীলফামারী জেলায় বৈষম্যবিরোধী আন্দোলন আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
এ বিষয়ে নবনিযুক্ত আহ্বায়ক আলিফ সিদ্দিকী প্রান্তর বলেন, “শিগগিরই জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। শিক্ষার্থীদের অধিকার, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।