মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ (১৬ ডিসেম্বর) রোজ মঙ্গলবার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর মামুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সকাল ১১ ঘটিকায়, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ও স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন, আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী (৬১, নাটোর-৪)।
বিশেষ অতিথী ছিলেন, আলহাজ্ব মোঃ রেজাউল করিম, সভাপতি, গুরুদাসপুর উপজেলা ওলামা দল।
এছারাও উপস্থিত ছিলেন, এম সময় হাসান, আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা যুবদল, মোঃ আকরাম হোসেন, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, মোঃ রিপন শিং, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা যুবদল সহ নাজিরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান আয়োজন করেন, আবুল মাসুদ টাইগার, নাজিরপুর ইউনিয়ন যুবদল।