১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নান্দাইলে মহান বিজয় দিবসের র‌্যালিতে বিএনপি’র প্রার্থীতা বাতিলের দাবি

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের বিজয় র‌্যালিতে বিএনপি’র মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর প্রার্থীতা বাতিলের জোর দাবি জানিয়েছেন বিএনপি’র মনোনয়ন বঞ্চিত চার প্রার্থী ও তাঁদের সমর্থকরা।

মঙ্গলবার দুুপুর সাড়ে ১২টার দিকে নান্দাইল উপজেলা সদরে আয়োজিত বিজয় র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সমাবেশে বিএনপি’র হাইকমান্ড নেতৃবৃন্দের দৃষ্টি কামনা করে নান্দাইল আসনের ধানের শীষের প্রার্থী পরিবর্তনের জোর দাবি জানান তাঁরা।

বিএনপি’র মনোনয়ন বঞ্চিত প্রার্থী অবসর প্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল মোমেন, সাবেক বিগ্রেডিয়ার জেনারেল ড. একে এম শামসুল ইসলাম শামস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমডি মামুন বিন আব্দুল মান্নান ও নান্দাইল উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নাসের খান চৌধুরী এই চার গ্রুপের অনুসারী ও বিএনপি সমর্থকরা নান্দাইল সরকারি আদর্শ ডিগ্রী কলেজ মাঠ থেকে একটি বিজয় র‌্যালি বের করে।

পরে র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড কেন্দ্রীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশপুর্ব বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদের স্মরণে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে মেজর জেনারেল অব: আনোয়ারুল মোমেন, বিএনপি নেতা এমডি মামুন বিন আব্দুল মান্নান, সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, বিএনপি নেতা ওমর ফারুক নোমানী, আবুল কালাম, মাছুম খান, কামরুজ্জামান খান খোকন, যুবদল নেতা মোবারক হোসেন উজ্জল, সাবেক ইউপি চেয়ারম্যান রুকন উদ্দিন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারন জনতা অংশগ্রহন করেন।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ সহ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ড জিয়াউর রহমানের মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশ নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নান্দাইল আসনের বিএনপি’র প্রার্থী পরিবর্তন করা না হলে অন্যথায় মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা লাগাতার আন্দোলনের কঠোর হুশিয়ারী দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top