১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নলছিটিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় দিবসের মিছিল

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় পৌর শহরের লঞ্চঘাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নলছিটি চায়না মাঠে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি শুরু হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “একটি কুচক্রী মহল বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে প্রতিহত করতে উঠে-পড়ে লেগেছে। আপনারা সচেতন ও সতর্ক থাকবেন, যাতে কোনো অপশক্তি ১৮ কোটি মানুষের নাগরিক অধিকার—ভোট—নিয়ে ষড়যন্ত্র করতে না পারে।” তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সন্তানের রুহের মাগফেরাত কামনা করেন এবং সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ তৌহিদ আলম মান্না, সদস্য সচিব মোঃ সাইদুল কবির রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর কবির মিঠু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুজন খান, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী তারেক, যুবদল নেতা রাজিব মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মিছিল শেষে ইলেন ভুট্টো জাতীয়তাবাদী ছাত্রদলের ফ্রী মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ও চিকিৎসা প্রার্থী মানুষদের সাথে কুশলাদি বিনিময় করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top