১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

নিজস্ব প্রতিনিধি:

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার সকালে হাদির বড় ভাই ওমর বিন হাদি সর্বশেষ তাকে দেখার সুযোগ পান। এ বিষয়ে ফোনে আমার দেশ-এর সঙ্গে কথা বলেন তিনি।

ঢাকায় হাদির চিকিৎসায় যুক্ত থাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা. আব্দুল আহাদ জানান, হাদির ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়েছে এবং তার শরীরে সংক্রমণও ছড়িয়ে পড়েছে। এর ফলে গতরাতেই তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং বর্তমানে তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে গতরাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও হাদির শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ হিসেবে উল্লেখ করা হয়। এ অবস্থায় দায়িত্বশীল উপদেষ্টারা সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

হাদির চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি তদারকির জন্য সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে সিঙ্গাপুর পাঠিয়েছে। তিনি হাদির পরিবার, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সিঙ্গাপুর সরকারের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় জরুরি সিদ্ধান্ত গ্রহণে কাজ করবেন।

এদিকে বৃহস্পতিবার বেলা ১১টায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে হাদির সর্বশেষ শারীরিক অবস্থা এবং করণীয় নিয়ে অনির্ধারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে হাদির চিকিৎসা পরিস্থিতির পাশাপাশি তার ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বশেষ অগ্রগতির বিষয়েও উপদেষ্টাদের অবহিত করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top