১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চলে গেলেন জুলাই বিপ্লবী ওসমান হাদি

নিজস্ব প্রতিনিধি:

চলে গেলেন জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। বৃহস্পতিবার রাতে ইনকিলাব কালচারাল সেন্টার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে নির্বাচনি প্রচার শেষে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যান।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, হামলার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ফয়সাল করিম মাসুদ মোটরসাইকেলচালক আলমগীর শেখকে সঙ্গে নিয়ে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে তারা ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছেন।

সূত্রগুলো আরও জানায়, ফয়সাল ও আলমগীর এখন বাংলাদেশের কোনো সিমকার্ড ব্যবহার করছেন না। তারা ভারতীয় সিমকার্ড দিয়ে মোবাইল ফোন চালালেও অধিকাংশ সময় ফোন বন্ধ রাখছেন।

জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top