নিজস্ব প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠনটি জানায়, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে শহীদ ওসমান হাদির মরদেহ নিয়ে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করতে পারে বলে জানানো হয়েছে।
এর আগে শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে ওসমান হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে বাংলাদেশে শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি।
এর আগে গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে রাজধানীতে গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে সেদিনই উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।