নিজস্ব প্রতিনিধি:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার বয়স ৭৮ বছর এবং সারাজীবন তিনি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ দেখার স্বপ্নে সংগ্রাম করেছেন, কিন্তু আজ যে বাংলাদেশ তিনি দেখছেন, সেই স্বপ্ন তিনি কখনো কল্পনাও করেননি।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় তিনি বলেন, এই মুহূর্তে আমরা কোন ধরনের বাংলাদেশের মধ্যে দাঁড়িয়ে আছি, তা তিনি নিজেও বুঝতে পারছেন না।
সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত ওই সভায় তিনি বলেন, প্রথম আলো বা ডেইলি স্টারের ওপর নয়, আঘাত এসেছে গণতন্ত্রের ওপর, আঘাত এসেছে স্বাধীনভাবে চিন্তা ও কথা বলার অধিকারের ওপর এবং সেই সঙ্গে জুলাইযুদ্ধের চেতনাকেও ক্ষতবিক্ষত করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, জুলাইযুদ্ধ ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই, অথচ আজ সেই জায়গাতেই আঘাত এসেছে। মির্জা ফখরুল বলেন, এখন আর দল বা রাজনৈতিক বিভাজনের কথা ভাবার সময় নেই, সব গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
যারা অন্ধকার থেকে আলোতে যেতে চান এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি স্বাধীন-সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চান, তাদের শুধু সচেতন হলেই চলবে না, রুখে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, এখন শুধু মানববন্ধন বা সংহতি প্রকাশ যথেষ্ট নয়, দেশের সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে যারা বাংলাদেশকে ভালোবাসেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।