২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রজব, ১৪৪৭ হিজরি

হাদীর অব্যক্ত কথাগুলো সংসদে বলব ইনশাআল্লাহ -মুফতি আলী হাসান ওসামা

আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধি:

রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনের খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আলী হাসান উসামা জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির বীর যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির অব্যক্ত কথাগুলো সংসদে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, উসমান হাদি বেঁচে থাকলে সংসদে আধিপত্যবাদের বিরুদ্ধে যে কথাগুলো বলতেন, সিলেট-৪ আসন থেকে আল্লাহ পাক আমাকে নির্বাচিত করলে তার অবলা প্রতিটা কথাই আমি দৃপ্ত কণ্ঠে বলব ইনশাআল্লাহ।

তার লেখা স্ট্যাটাসে আরো উল্লেখ করেন, শহীদদের অপূর্ণ কাজগুলো পূর্ণ করা জীবিতদের দায়িত্ব। ইনসাফের পক্ষে ও জুলুমের বিপক্ষে ভয়েস রেইজ করা আজ সর্বাধিক গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, কেবল ওয়াজের মঞ্চ বা জুমআর মিম্বারে প্রতিবাদ করলেই দায়িত্ব শেষ হয় না। সংসদসহ রাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারণী অঙ্গনেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। “কোনো জায়গা আধিপত্যবাদী শক্তির জন্য খালি ছেড়ে দেওয়া যাবে না।

সদা স্পষ্টভাষী তরুণ এই আলেম আলো ও অন্ধকার, ন্যায় ও অন্যায়ের দ্বন্দ্বকে চিরন্তন লড়াই হিসেবে আখ্যায়িত করে বলেন বাহ্যত যা অসম্ভব মনে হয়, তা সম্ভব করে তোলাই প্রকৃত বীরত্ব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা মুফতি আলী হাসান উসামার এই বক্তব্য ইতোমধ্যেই সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সাধারণ জনতা এটিকে শহীদ উসমান হাদির প্রতি শ্রদ্ধা ও তার আদর্শ বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় হিসেবে দেখছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top