নিজস্ব প্রতিনিধি:
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের এই ক্রান্তিলগ্নে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি)সহ মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। সিইসি জানান, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে আগের সব অপবাদ থেকে মুক্ত হতে চান তারা এবং এটি কেবল আইনের শাসনের মাধ্যমেই সম্ভব।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন প্রমাণ করতে চায়—বাংলাদেশে সঠিক ও সুন্দর নির্বাচন করা যায়।