মোহাম্মদ রকিবুল হক শাকিল, ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী চৌধুরী। রোববার (২২ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন।
মনোনয়ন দাখিলকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ সমাজের প্রতিনিধিসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী। এ সময় তারা ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী চৌধুরীর প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।
মনোনয়ন দাখিল শেষে ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী চৌধুরী বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত। ক্ষমতার রাজনীতি নয়, বরং সেবার রাজনীতি প্রতিষ্ঠাই তাঁর মূল লক্ষ্য। তিনি জানান, ফটিকছড়ির শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং অবহেলিত মানুষের অধিকার নিশ্চিত করতে তিনি কাজ করতে চান।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও দোয়া পেলে ফটিকছড়িকে একটি উন্নত, মানবিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে চেষ্টা করবেন।
স্থানীয় সচেতন মহলের মতে, একজন শিক্ষিত প্রকৌশলী ও সমাজসেবামূলক মানসিকতার মানুষ হিসেবে ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী চৌধুরীর প্রার্থিতা ফটিকছড়ির রাজনীতিতে নতুন আশা ও ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে।