২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রজব, ১৪৪৭ হিজরি

রাজবাড়ী-২ আসনের এনসিপির এমপি প্রার্থীর অর্থ সহায়তা চেয়ে ফেসবুকে পোস্ট

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে এনসিপির এমপি প্রার্থী জামিল হিজাযী নির্বাচনী খরচ মেটাতে অর্থ সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন।

মঙ্গলবার দুপুরে সাইয়েদ জামিল নামে তার ব্যক্তিগত ফেসবুক পেইজে এ আবেদন জানিয়েছেন। তিনি লিখেছেন, প্রিয় বন্ধুগণ,
আপনারা জানেন, আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার অভিপ্রায়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি। আপনারা এও জানেন, নির্বাচন মানেই খরচ। আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা যে পরিমাণ খরচ করছেন এবং করবেন সেই পরিমাণ খরচ করার সামর্থ্য আমার নেই। আমি সেই পরিমাণ খরচ করতেও চাই না।
আমি ব্যক্তি হিসেবে সৎ মানুষ। প্রয়োজনীয় খরচের বাইরে আমি একটি টাকাও ব্যয় করার পক্ষে না। সরকার ভোটার অনুপাতে ১০ টাকা খরচের যে সীমা নির্ধারণ করেছেন তা কোনোভাবেই আমি লঙ্ঘন করবো না।
আমি আমার নির্বাচনকালিন ব্যয় নির্বাহের জন্য আপনাদের কাছে হাত পাতলাম। ক্রাউড ফান্ডিং একটা বিশ্বব্যাপী স্বীকৃত প্রথা। আপনারা সবাই অল্প অল্প সহযোগিতা করলে আমরা একটি ইতিহাস সৃষ্টি করতে পারবো ইনশাআল্লাহ।

গতবার যখন দুইদিন ক্রাউড ফান্ডিং করেছিলাম তখন প্রথম আমাকে অর্থ সহায়তা করেছিলেন আমাদের সকলের প্রিয় শরীফ ওসমান বিন হাদি ওরফে কবি সীমান্ত শরীফ। (আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।)
আমার উদ্দেশ্য সৎ। আপনারা এগিয়ে আসুন। আপনাদের টাকায় আপনাদের প্রতিনিধি নির্বাচন করুন। আমি আপনাদের প্রতিনিধি হিসেবে সবসময় জবাবদিহিতার মধ্যে থাকবো।
আমাকে যারা আর্থিক সহযোগিতা করতে চান তারা আমার তফসিলি অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন। নিচে বিকাশ নাম্বারও যুক্ত করলাম। বিকাশেও দিতে পারেন। সবার ভালো হোক, মঙ্গল হোক। শুভ কামনা সবার জন্য।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top