মোঃ রাকিব হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি :
জনগণের সেবায় নিবেদিত এক পরিচিত মুখ—কামরুজ্জামান কামরুল। সুনামগঞ্জ-১ সংসদীয় আসনের মধ্যনগর, ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার প্রতিটি পাড়া-মহল্লা, হাট-বাজার ও মাঠে সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে মিশে আছেন তিনি। রাজনীতিকে তিনি দেখেন জনগণের সেবার মাধ্যম হিসেবে, ক্ষমতা কিংবা আড়ম্বরের প্রতিযোগিতা হিসেবে নয়।
স্থানীয়দের ভাষ্যমতে, কামরুজ্জামান কামরুল একজন সাধারণ মানুষের নেতা। লুঙ্গি পরিহিত এই রাজনীতিক কখনো নিজেকে ‘সাহেব’ হিসেবে উপস্থাপন করেন না; বরং সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে তাদের পাশে দাঁড়ান। মানুষের সঙ্গে তাঁর সহজ-সরল আচরণ ও কর্মভিত্তিক রাজনীতি সুনামগঞ্জ-১ আসনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এলাকাবাসীর মতে, কামরুল টাকার ক্ষমতার রাজনীতিতে বিশ্বাসী নন। তিনি দক্ষতা, সততা ও ভবিষ্যৎ পরিকল্পনার মাধ্যমে একটি সমৃদ্ধ সুনামগঞ্জ গড়ার স্বপ্ন দেখেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে তাঁর বাস্তবমুখী ভাবনাগুলো সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
রাজনৈতিক সচেতন মহল মনে করেন, সুনামগঞ্জ-১ আসনে আগামী দিনের নেতৃত্ব বেছে নেওয়ার ক্ষেত্রে জনগণের উচিত অর্থবিত্ত নয়, বরং দক্ষ ও জনবান্ধব নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়া। সে বিবেচনায় কামরুজ্জামান কামরুল ক্রমেই সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠছেন।
স্থানীয়রা বলেন, “আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য দরকার একজন আমাদেরই মতো মানুষ—কামরুজ্জামান কামরুল ঠিক সেই মানুষটিই।”