২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রজব, ১৪৪৭ হিজরি

শরিফ ওসমান হাদি হত্যা বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ, ইনকিলাব মঞ্চের কর্মসূচি অব্যাহত

নিজস্ব প্রতিনিধি:

জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চ। মিছিলটি ক্যাম্পাস ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগ মোড়ে অবস্থান নেয়।

পরবর্তীতে চারদিকের সড়ক ব্লকেড দেওয়ায় শাহবাগ, কাঁটাবন, টিএসসি ও মৎস্য ভবনমুখী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে স্লোগান দিচ্ছিলেন। এ সময় ইনকিলাব মঞ্চের কর্মী আসাদুজ্জামান আসাদসহ কয়েকজন বক্তব্য রাখেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শহীদ শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদ জুমা বিক্ষোভ, দোয়া ও মোনাজাতের কর্মসূচি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে সরকারি উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হলে সেখানে ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। হাদি ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করা হয়েছে; তিনি ভারত পালিয়ে গেছেন বলে আলোচনা রয়েছে। এ ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে দেশজুড়ে কর্মসূচি অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top