২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে থানার সামনে থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার : তিন জন গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ পৌরসভার কৃষ্ণতলা এলাকার জত্তর খানের ছেলে সবুজ খান (৩০), দেওয়ানপাড়া এলাকার লাল মিয়া শেখের ছেলে ফরিদ শেখ (৪০) এবং উপজেলার ছোট ভাকলা এলাকার খোরশেদ আলী শেখের ছেলে ওয়াহিদ শেখ (৪০)।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গোয়ালন্দ বাজার থানা গেটের সামনে প্রধান সড়কের পাশে এ অপহরণের ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, শীতবস্ত্র ব্যবসায়ী মোঃ গিয়াস উদ্দিন (৩৮) প্রতিদিনের মতো গোয়ালন্দ বাজার থানার সামনে প্রধান সড়কের পাশে দোকান বসিয়ে পুরাতন শীতবস্ত্র বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সবুজ, ফরিদ ও ওয়াহিদ নামের তিন ব্যক্তি তাকে মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে শীতবস্ত্র ব্যবসায়ীর পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা পেতে দেরি হওয়ায় তারা তাকে মারধর করে। ব্যবসায়ীর পরিবারের সদস্যরা ঘটনাটি গোয়ালন্দঘাট থানায় জানালে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে একই দিন সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার নগর রায়েরপাড়া এলাকার চামেলী পার্কগামী তিন রাস্তার মোড় থেকে ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে উদ্ধারসহ তিনজন অপহরণকারীকে আটক করা হয়। এ সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা হয়েছে। পুলিশ ৩জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top