২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি

২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের অবসর, বিচারিক জীবনের ইতি

নিজস্ব প্রতিনিধি:

সংবিধান অনুযায়ী বয়সসীমা পূর্ণ হওয়ায় আনুষ্ঠানিকভাবে অবসরে গেলেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি শনিবার বিচার বিভাগের শীর্ষ পদ থেকে অবসর গ্রহণ করেন। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে তিনি ২০২৪ সালের ১১ আগস্ট প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. রেফাত আহমেদ যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকে আইন বিষয়ে প্রথম শ্রেণিতে ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসেবে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গেও কাজ করেন।

তার আইনজীবী জীবনের শুরু ১৯৮৪ সালে ঢাকা জেলা আদালতে। ১৯৮৬ সালে তিনি হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস শুরু করেন। পরবর্তীতে ২০০৩ সালের ২৭ এপ্রিল অতিরিক্ত বিচারক এবং দুই বছর পর হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান।

প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করেন। তার উদ্যোগে বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠন এবং বিচারক নিয়োগে সুনির্দিষ্ট আইন প্রণয়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top