২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান, মোনাজাতে অংশ নিলেন বিএনপির শীর্ষ নেতারা

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত কবরস্থানে গিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। একই সময়ে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেলসহ অন্যান্য শীর্ষ নেতা। কবর জিয়ারতের পর তারেক রহমান শহীদ হাদির ভাই আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাইমা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ এবং ডাকসু ভিপি সাদিক কায়েম তারেক রহমানকে অভ্যর্থনা জানান।

কবর জিয়ারত শেষে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে তিনি ভোটার নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন ভবনের উদ্দেশে রওনা হন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top