২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি

এনসিপি ছাড়লেন তাসনিম জারা, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। শনিবার সন্ধ্যায় এনসিপির একটি সূত্র তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। দলীয় সূত্র জানায়, তাসনিম জারা প্রথমে এনসিপির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগপত্র পাঠান, এরপর তা ফেসবুকে প্রকাশ করেন—তবে এ বিষয়ে তিনি দলের আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেননি।

পদত্যাগের পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তাসনিম জারা জানান, বাস্তব পরিস্থিতির কারণে তিনি কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে অংশ নেবেন। তিনি লেখেন, “আমি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার যে অঙ্গীকার করেছি, সেটি রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করব।”

স্বতন্ত্র প্রার্থী হওয়ার চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “একটি দলের প্রার্থী হলে সংগঠন, কর্মী বহর ও নিরাপত্তা–সংক্রান্ত নানা সহায়তা পাওয়া যায়। কিন্তু আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না, তাই সেসব সুবিধা থাকবে না। আমার একমাত্র ভরসা জনগণ। আপনাদের আস্থা, স্নেহ ও সমর্থন পেলে আপনাদের সেবার সুযোগ পাব।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top