২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি

ইস্তাম্বুলে সুলতান আল–ফাতিহের সমাধি সংলগ্ন স্থানে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

গত ২০ই ডিসেম্বর ২০২৫ইং তারিখে তুরস্কের ইস্তাম্বুলে বিপ্লবী বিজয়ী সুলতান মুহাম্মদ আল–ফাতিহ (রহ.)–এর সমাধির সন্নিকটে শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ শিক্ষা ও সংস্কৃতি ফাউন্ডেশন (বেকদের)–এর নেতৃবৃন্দ, তুরস্কের AGD ও Özgür Foundation–এর প্রতিনিধিরা, পাশাপাশি প্রবাসী বাংলাদেশি শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা অংশ নেন।

জানাজার আগে কমিউনিটির নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ ওসমান হাদির আত্মত্যাগ এক অনন্য অনুপ্রেরণা। তাঁর সংগ্রামী জীবন ও আদর্শ স্মরণ করে তাঁরা গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় Özgür Foundation–এর সভাপতি বক্তব্য রাখতে গিয়ে শহীদ নেতৃবৃন্দকে স্মরণ করেন এবং ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। তিনি ঘটনাটির পেছনের ষড়যন্ত্র উদ্ঘাটনের আহ্বান জানান।

কমিউনিটির নেতৃবৃন্দ আরও বলেন, “ভারতীয় আধিপত্যবাদ ও সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে শহীদ ওসমান হাদি যে সংগ্রামের সূচনা করেছেন, দেশের কোটি মানুষ তা হৃদয়ে ধারণ করেছে। ইনসাফ প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষায় সেই পথেই এগিয়ে যাওয়ার শপথ নেওয়ার এটাই উপযুক্ত সময়।”

গায়েবানা জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে উপস্থিত সবাই শহীদ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top