নিজস্ব প্রতিনিধি:
স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, এ নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ “গুজব”।
সোমবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ড. খলিলুর রহমান বলেন, “আমার স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার বিষয়টি গুজব—এ ধরনের খবর সত্য নয়।”
সম্প্রতি কিছু গণমাধ্যমে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে—এমন খবর প্রকাশিত হয়। তবে ড. খলিলুর রহমানের এই বক্তব্যের মাধ্যমে বিষয়টি নিয়ে চলমান জল্পনার অবসান ঘটল।