২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি

নীলফামারী-১ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিবের মনোনয়ন দাখিল

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে জোট প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ডিসেম্বর) দুপুরে নিজ জন্মস্থান নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শায়লা সাইদ তন্বীর কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থাকলেও জোট শরিক বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। তিনি বলেন, “আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রেখে নির্বাচনে অংশগ্রহণ করছি। আল্লাহ চাইলে বিজয় অর্জন সম্ভব হবে।” নির্বাচিত হলে জনগণের অধিকার শতভাগ নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও বলেন, ডোমার–ডিমলা এলাকাকে শান্তিপূর্ণ ও উন্নত জনপদে রূপান্তর করা হবে। সকল শ্রেণি-পেশার মানুষ যেন নাগরিক, মানবিক, সাংবিধানিক, সামাজিক ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে নিরাপদে বসবাস করতে পারে—তা নিশ্চিত করা হবে। বেকারত্ব দূরীকরণে শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার এবং তছরুপ রোধ করে তা সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকারও করেন তিনি। এ জন্য নির্বাচনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, নীলফামারী-১ আসনে আগে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তাকে মনোনয়ন না দেওয়ায় গত এক সপ্তাহ ধরে ডোমার ও ডিমলা উপজেলায় বিএনপির নেতাকর্মীরা মশাল মিছিল, সড়ক অবরোধ ও সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। তারা জোট প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর প্রার্থিতা বয়কট এবং তার বাড়ি ঘেরাওয়ের কর্মসূচির ঘোষণাও দিয়েছেন বলে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top