৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই রজব, ১৪৪৭ হিজরি

শাহবাগে ইনকিলাব মঞ্চের পাশ থেকে যুবক আটক, খেলনা পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর শাহবাগে হাদি চত্বরের ইনকিলাব মঞ্চের পাশ থেকে আরাফাত নামের এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তলসদৃশ বস্তু উদ্ধার করা হয়, যা পরে খেলনা পিস্তল বলে নিশ্চিত করেছে পুলিশ। কেন তিনি এ ধরনের বস্তু নিয়ে সেখানে এসেছিলেন—তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে আন্দোলনকারীরা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, উদ্ধারকৃত জিনিসটি দেখতে অবিকল আসল অস্ত্রের মতো হলেও এটি খেলনা পিস্তল। তিনি বর্তমানে শাহবাগ থানার হেফাজতে আছেন এবং প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিন চতুর্থ দিনের মতো দুপুর সোয়া ২টা থেকে ইনকিলাব মঞ্চ শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করে। এতে মোড় ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচিতে অংশ নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং টানা অবরোধে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের উপস্থিতি দেখা যায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top