১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়ার জানাজায় উপস্থিত ছিলেন ৩২ দেশের কূটনৈতিক প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় ৩২টি দেশের কূটনৈতিক প্রতিনিধি অংশ নিয়েছেন। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানানো হয়, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

বুধবার দুপুর ৩টার কিছু পর জানাজা অনুষ্ঠিত হয় এবং এতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। তার আগে শুধু মানিক মিয়া অ্যাভিনিউ নয়, বরং আশপাশের কয়েক কিলোমিটারজুড়ে মানুষ জানাজায় অংশ নিতে সমবেত হন। স্থান সংকুলান না হওয়ায় মেট্রোরেল স্টেশন ও আশপাশের ভবনের ছাদ থেকেও অনেককে জানাজায় শরিক হতে দেখা যায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top