৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়ার হত্যার দায় থেকে হাসিনা কখনই মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা নেওয়ার সুযোগ না দিয়ে ‘হত্যা করা হয়েছে’। তাঁর দাবি, এই ঘটনার দায় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই মুক্তি পাবেন না।

বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার আগে তাঁর জীবন ও কর্ম তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করতে গিয়ে এ মন্তব্য করেন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয় এবং সেখানে দীর্ঘ সময় আটক থাকার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। “সমগ্র দেশবাসী দেখেছে—হেঁটে কারাগারে প্রবেশ করলেও, সেখান থেকে তিনি বের হয়েছেন চরম অসুস্থ শরীর নিয়ে,” বলেন তিনি।

নজরুল ইসলাম খান আরও অভিযোগ করেন, দেশি–বিদেশি চিকিৎসকদের পরামর্শ থাকা সত্ত্বেও চার বছরের গৃহবন্দি অবস্থায় তাঁকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। তাঁর ভাষায়, “এই চিকিৎসা বঞ্চনার কারণেই তাঁকে অকালে মৃত্যুবরণ করতে হলো।”

বক্তব্যে তিনি খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, সংকটময় সময়ে নেতৃত্বদান, জাতীয় নির্বাচনে বিজয়, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন এবং দেশ উন্নয়ন ও কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top