নিজস্ব প্রতিনিধি:
জুলাই বিপ্লবের চেতনা সংরক্ষণ, ফাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে প্রতিনিধি দল সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকবইয়ে স্বাক্ষর করেন।
বৈঠক শেষে ডাকসু ভিপি সাদিক কায়েম জানান, ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ভিন্ন মত ও রাজনৈতিক অবস্থান গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য হলেও জুলাই বিপ্লব ও বাংলাদেশের স্বার্থের প্রশ্নে সব ফাসিবাদবিরোধী শক্তির ঐক্যবদ্ধ থাকা জরুরি—এমন মত প্রকাশ করেছেন তারেক রহমান।
সাদিক কায়েম আরও বলেন, বিএনপি–জামায়াতসহ সব ফাসিবাদবিরোধী রাজনৈতিক দল এবং ছাত্রদল–ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠনের পারস্পরিক সমন্বয় ও যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে বলেও আলোচনায় উল্লেখ করা হয়।
তিনি অভিযোগ করেন, বিপ্লব-পরবর্তী সময়ে সৃষ্ট বিভাজনের সুযোগ নিয়ে বিভিন্ন পক্ষ নতুন করে ষড়যন্ত্রে নেমেছে। একইসঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষকদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোটসহ গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বানও বৈঠকে তোলা হয়।
সাদিক কায়েম শেষ পর্যন্ত বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়ন ও ফাসিস্ট শক্তির বিচার নিশ্চিত করতে দেশের ছাত্রসমাজ রাজপথে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত রাখবে।