২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪৭ হিজরি

হাদি হত্যা মামলায় গ্রেপ্তার ও বিচারের দাবিতে আবারও শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে সংগঠনটির নেতাকর্মীরা।

শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা শাহবাগে অবস্থান নেন। তাদের অবস্থানের কারণে শাহবাগের এক পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যদিও আশপাশের সংযোগ সড়কগুলো দিয়ে যান চলাচল স্বাভাবিক ছিল। প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কর্মসূচি চলছিল।

বিক্ষোভকারীরা এসময় ‘তুমি কে, আমি কে—হাদি হাদি’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে উপস্থিত ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের হাদির হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান।

এর আগে সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শাহবাগের শহীদ হাদি চত্বরে বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে প্রচারণায় সক্রিয় ছিলেন শরীফ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর জুমার পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি সেখানে মৃত্যুবরণ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top